MOVIE REVIEW: AssalamuAlaikum Beijing



Name: AssalamuAlaikum Beijing

Cast: Morgan Oey, Evalina s temat, Ludya Sinthia

Genre: Drama

Language: Indonesian

Year: 2014

IMDb: 7.2/10


📌স্পয়লার এলার্ট..


ইন্দোনেশিয়ান মুভিগুলো তেমন একটা নাম উঠাতে না পারলেও তারা খুব সুন্দর মুভি বানায়।

তাদের মুভিগুলোতে নেই কোন অশ্লীলতা। বরং ইসলামিক ভাবধারায় তৈরি হয় মুভিগুলো।


প্লটঃ

আসমা অফিসের কাজে চলে যায় চীনের বেইজিং শহরে তার বান্ধবীর কাছে।

সেখানে একদিন একা বাসে উঠে হারিয়ে ফেলে ঠিকানা। এক মহিলার কাছে জিজ্ঞেস করলে সে বলতে পারে না।

পিছন থেকে এক ছেলে তার ঠিকানা বলে দেয়।

সেখানে আসমা তার সাথে অতটা ভাব জমাতে চায় না। কারণ অপরিচিত একটা ছেলে কেমন হতে পারে তা সে জানে না।

ছেলেটা আসমার হাতে একটা বই দিয়ে নেমে যায় বাস থেকে।


অন্য আরেকদিন দেখা হয় আসমার সঙ্গে সেই ছেলেটির। কথা হয়, ঘুরা ফেরা হয়। কিন্তু ছেলেটি মুসলিম নয় বলে আসমাকে তার সাথে জড়াতে বারণ করে।


এদিকে হঠাৎ আসমার সামনে এসে উপস্থিত হয় তার পুরনো প্রেমিক; যাকে আসমা ভুলে যেতে চায়।


হঠাৎ একদিন আসমা অনুভব করলো তার মাথায় সুঁচের মত বিধছে।

সেই অমুসলিম ছেলেটাকে না বলেই ইন্দোনেশিয়া ফিরে যায় আসমা।

তাকে বলে যে তার একটা সমস্যা হয়েছে..


এরকম একটা সাধারণ গল্পকে অসাধারণ ভাবে তুলে ধরেছে সিনেমাটি।

যা দর্শকহৃদয়কে আবেগে ভরিয়ে ফেলবে।


যারা রোমান্টিক মুভি ভালোবাসেন তাদের জন্যে এটা মাস্ট ওয়াচ।❤


পার্সোনাল রেটিং- 8/10

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ