Movie - ALADDIN
Genre - Adventure, Comedy, Family
Initial release: May 8, 2019 (Paris)
Director: Guy Ritchie
Cast-Will Smith,Naomi Scott,Mena Massoud,Marwan Kenzari and many more.
IMDB Rating - 7.4
ITZBD Rating-7.6
Production-Disney
Box office: 1.051 billion USD
Budget: 183 million USD (2018)
REVIEW
আলাদিন সম্পর্কে কিছু বলার নেই। অনেকেই আলাদিনের বই পড়েছেন, টিভিতে ছোটবেলায় কার্টুন দেখেছেন। আলাদিনের গল্প আমাদের সবার কাছে অনেক পছন্দের একটা গল্প। আলাদিন আর তার জাদুর প্রদীপ। প্রদীপের ভিতরে আছে একটা জিন। সেই জিনের কাছে তিনটা ইচ্ছা পূরণ করা যাবে। এর বেশি পূরণ করা যাবে না। জাফর সম্পর্কে কিছু বলার নেই। গল্পের মধ্যে ভিলেন না থাকলে গল্প আসলে জমবে না।
যাইহোক, এবার মুভি সম্পর্কে আলোচনা করি।
আলাদিন একজন গরীব একটা ছেলে। তার বাবা-মা ছোটবেলায় মারা যায়। আলাদিনের সাথে রয়েছে একটা বানর যার নাম হচ্ছে আবু। আলাদিন আরব উপদ্বীপের একটি শহর যেটার নাম হচ্ছে আগ্রাবাহ সেখানে সে বাস করে। দোকান থেকে বিভিন্ন ধরনের পণ্য-সামগ্রী এবং খাবার,ফল ইত্যাদি চুরি করে থাকে।
একদিন একটা মেয়ে দোকান থেকে কিছু খাবার ক্ষুধার্তদের জন্য দেয়। টাকা না দেয়ার ফলে দোকানের মালিক মেয়েটাকে ধরে রাখে। ঠিক তখন আলাদিন মেয়েটাকে রক্ষা করে। যেহেতু আলাদিন বাজারে চুরি করে সেইজন্য গার্ডরা আলাদিন এবং তার সাথে থাকা মেয়েকেও বন্দী করার জন্য দৌড়াতে থাকে। মেয়েটি কোন সাধারণ মেয়ে নয় বরং মেয়েটি হচ্ছে রাজকুমারী যার নাম হচ্ছে জেসমিন। আলাদিন মেয়েটাকে দাসী মনে করে কথা বলছে। রাজকুমারী জেসমিনকে বিয়ে করবেন কোন এক শাহজাদা। প্রায় সময় মহলে বিভিন্ন জায়গা থেকে অনেক শাহজাদা আসে।
এদিকে, জাফর হচ্ছে জেসমিনের বাবার একজন উজির। জাফরের স্থান হচ্ছে দ্বিতীয়। সে চায় পুরো রাজত্ব যাতে সে একাই শাসন করতে পারে। একটা গুহার ভিতরে আছে আশ্চর্য একটা প্রদীপ। সেই প্রদীপ সহজে কেউ আনতে পারে না। যারা প্রবেশ করে তারা আর কখনো গুহা থেকে বের হতে পারে না। গুহার ভিতর একজন উপযুক্ত লোক দরকার এইজন্য জাফর বেছে নেয় আলাদিনকে। আলাদিন পারে সেই যাদুর প্রদীপ আনতে। কিন্তু একসময় জাফর বিশ্বাসঘাতকতা করে। আলাদিনকে অন্ধকার গুহার ভিতর ফেলে রেখে সে চলে আসে।
এরপর আলাদিন সেখানে দেখতে পায় এক জাদুর গালিচা আর প্রদীপ ঘষার পর বেরিয়ে আসে এক জিনি। জিনির কাছে থেকে সে তিনটা ইচ্ছা পূরণ করতে পারবে।
এরপর ঘটতে থাকে অনেক মজার ঘটনা।
কমেডি জনরার এই মুভিটা দেখতে পারেন।
Review By- Zayed Hasan Zihan
0 মন্তব্যসমূহ