রাজকুমার রাও কিন্ত শাহরুখ খানের অনেক বড় ফ্যান আর শাহরুখকে নিজের আইডল মানেন। রাজকুমার রাও একবার একটা ইন্টার্ভিউয়ে নিজের স্ট্রাগল টাইম আর শাহরুখ খানকে নিয়ে লিখেছিলেন। আমি এখানে শুধু শাহরুখ খানকে নিয়ে তার লেখাগুলো তুলে ধরছি।
রাজকুমার রাওয়ের ভাষ্যমতে,
"আমি বড় হয়েছি শাহরুক খানকে দেখতে দেখতে। আমি তার পোস্টারের দিকে তাকিয়ে থাকতাম আর প্রায় সময়ই চিন্তা করতাম একজন আউটসাইডার হয়েও তিনি যদি নিজেকে এই উচ্চাতায় নিয়ে যেতে পারেছেন তাহলে হয়তো সেখানে আমার জন্যও কিছু আশা আছে।"
শাহরুখ খানের সাথে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা সম্পর্কে রাজকুমার বলেন, " তখন আমি মেহেবুবে (মুভি স্টুডিও) সিনেমার শুটিং করছিলাম। আমি জানতে পারলাম শাহরুখ স্যারও সেখানে শুটিং করছেন। চিন্তা করলাম এটাই হয়তো আমার সুযোগ তার সাথে দেখা করার। তার সাথে দেখা করার জন্য আমি একটা মেসেজ পাঠালাম, আমার মনে হচ্ছিল না যে তিনি আমাকে চেনেন কিন্ত তিনি আমাকে শুটিং ভ্যানে ডাকলেন, আর তিনি আমার পুরো বায়োডাটা জানতেন..!!
শাহরুখ স্যার আমাকে খুব ভালোভাবে ট্রিট করেছিলো, নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছিল। আমি অলরেডি তার ফ্যান ছিলাম কিন্ত সেদিন সম্ভবতো সবচেয়ে বড় ফ্যান হয়ে যায়। আমি প্রচন্ড নার্ভাস ছিলাম কারণ একসময় যার পোস্টারের সাথে কথা বলতাম, তিনি আজ আমার সামনে। কিভাবে বলবো সেই অনুভূতির কথা..?"
0 মন্তব্যসমূহ