গত রাতে (১৭ সেপ্টেম্বর) শুভ ইউটিউবে প্রকাশ করলেন নিজেকে বদলে ফেলার একটি ভিডিওচিত্র। সাড়ে সাত মিনিট দৈর্ঘ্যের এই সেলফ ডুকমেন্টারিতে নায়ক প্রকাশ করেছেন নিজেকে বদলে ফেলার বিস্তারিত।
শুভ জানান, ৯৪ কেজি থেকে তিনি কেমন করে সিক্স প্যাক অর্জন করেছেন। সেটি করতে গিয়ে তিনি কতো রকমের জীবন সংকটে পড়েছেন, বিস্তারিত বলেছেন সেটিও।
তিনি বলেন, ‘মানুষের অসাধ্য আসলে কিছু নেই। সে যা চাইবে, সেটাই করা সম্ভব। দরকার শুধু একাগ্রতা।’
আরিফিন শুভর এই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কারণ ছিলো ‘মিশন এক্সট্রিম’ ছবির নাভিদ আল শাহরিয়ার চরিত্রটির জন্য।
তার ভাষ্যে, ‘প্রথমে যখন এই চরিত্রটি সম্পর্কে শুনি, তখন মনে হলো আমার জন্য অসম্ভব। কারণ, তখন আমি ৯৪ কেজি ওজনের একজন মানুষ! তখন শেষ করলাম ‘আহারে’ নামের একটি সিনেমার কাজ। সেটার জন্য ওজন বাড়াতে হয়েছে। কিন্তু বাড়ানো যতো সহজ, কমানো তারচেয়ে শতগুণ কঠিন। অবশেষে সেই কঠিনকে আমি ভালোবেসেছি। এবং একাধিকবার জীবনসংকটে পড়েও উঠে দাঁড়িয়েছি।’
0 মন্তব্যসমূহ