Aswathama (2020) Review.


 Movie Name : Aswathama. (2020)

Imdb Rating : 6.4/10

Genre : Action - Thriller

Run Time : 2 Hours 13 Min

Director : Ramana Teja.

Starring : Naga Shaurya, Jisshu Sengupta, Mehreen, Harish Uthaman........


❤Personal Rating : 7.5/10


প্রথমেই বলবো যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। যিশু সেনগুপ্ত একদম ফাটিয়ে দিয়েছে। তার ক্যারেক্টারটা যিশু যেইভাবে ফুটিয়েছে তা খুবই ভয়ংকর ছিল। তার আওয়াজটা ও খুব ভয়ংকর ছিল। তিনি খুবই ভালো অভিনয় করেছে। যিশুকে একদম ফাটাফাটি ভাবে ফুটিয়েছে।

একজন ভিলেন কেমন হওয়া দরকার ???? ভিলেনকে দেখার পর দর্শকদের রাগ উঠে যাবে তাইনা। যিশুর Entry হবার পরই ও যেই কাজটা করে তা দেখার পর আপনার মন বলবে সালারে পাইলে একদম খেয়ে ফেলতাম।


মুভির গল্পটা লিখেছেন নাগা সুরিয়া। নাগা সুরিয়া চাচ্ছিলো একটি একশন মুভি করতে কিন্তু কেউ তাকে একশন মুভিতে নিচ্ছিলো না পরে নাগা সুরিয়া নিজে মুভিটির গল্প লিখে। সত্যি বলতে গেলে নাগা সুরিয়া একশনে অনেকটাই সফল বলা যায়। কারণ একশনগুলো এক কথায় দারুণ ছিল। যাই একশন ছিল তা খুব পাওয়ারফুল ছিল।


মুভির স্ক্রিনপ্লে ভালো ছিল তবে স্ক্রিনপ্লে আরো ভালো হতে পারতো। প্রথমত ভিলেনকে এই ব্যাপারটা আরো পরে প্রকাশ করলে ভালো হতো এবং হিরো ভিলেনকে খুজতেছে এইগুলো ঘুরিয়ে পেচিয়ে দেখালে থ্রিলিংটা জমতো ভালো। এমনিতে ভালোই ছিল।


ডিরেকশন ও সিনেমাটোগ্রাফী ভালো ছিল।


অভিনয়ের কথায় আসলে যিশু ফাটিয়ে দিয়েছে আগেই বলেছি। নাগা সুরিয়া অনেক চেষ্টা করছে বুঝাই যায়। এবং তার অভিনয় ও ঠিক ছিল।

ছোটখাটো ক্যারেক্টারগুলো খুবই ভালো করেছে।


সব মিলিয়ে এটাই বলবো একশন থ্রিল হিসেবে মুভিটা খুবই ভালো ছিল। তবে থ্রিলগুলো আরো ভালো হতে পারতো।


আমি এই নিয়ে ৩ বার দেখেছি ভালোই লাগলো।


যারা দেখেননি দেখতে পারেন।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ