Language : English (Hindi available)
Genre : science-fiction/Thriller/Action
Cast : Leonardo DiCaprio,Ken Watanabe,
Joseph Gordon-Levitt etc.
Directed By : Christopher Nolan👏
IMBD : 8.8✌
Christopher Nolan এর মুভি দেখা মানে মাথার বারোটা বাজানো। এক Interstellar দেখে মাথা তো পুরাই হ্যাং😫। তার ওপর আবার Inception! মনে হয় আর নিতে পারব না! কেমনে আসে মাথায় এই চিন্তা-ভাবনা।😱
প্লট : Cobb(Leonardo DiCaprio) আর তার টিমের সবাই হলো চোর। চোর বলতে তারা সাধারণ কোনো জিনিস চুরি করে না। তাদের চুরির মূল বিষয়বস্তু হলো মানুষের আইডিয়া😰।
আজব না!আজব হলেও এই নিয়েই গল্প। তার সহযোগীদের মধ্যে একজন স্বপ্ন দেখবে। পরে অন্যরা একে একে সবাই সেই স্বপ্নে প্রবেশ করে এক বিশেষ যন্ত্রের মাধ্যমে।আর তারা সেই স্বপ্নে এক এক জন একেকটা ক্যারেকটার নিয়ে প্রবেশ করে। এতে করে তারা টার্গেট এর মনের সব রহস্য বের করতে পারে।এভাবেই Cobb তার ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার জন্য এক ধনী ব্যাবসায়ীর (Saito) নিকট থেকে কাজ পায়।কিন্তু তা আগের মতো না, কারন তারা টার্গেট এর থেকে আইডিয়া চুরি করে।কিন্তু কখনও আইডিয়া তাদের মাথায় প্রবেশ করাই নিই। কাজটা ছিল সে(Cobb) যদি তার(Saito) প্রতিদ্বন্দী ব্যাবসায়ীর (Fischer) মনে এই আইডিয়া দিতে পারে যে,,, 'সে(প্রতিদ্বন্দী ব্যাবসায়ী/Fischer)নিজে নিজেই তার ব্যাবসার পতন ঘঠাবে ' তাহলে তাকে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে নিয়ে যাবে।প্লেনিং " Dream within the dream " অর্থ্যাৎ স্বপ্নের ভেতর স্বপ্ন। এক কথাই বলতে গেলে এরকমিই। কিন্তু যা তিন ধাপে হবে,,,
স্বপ্নের ভিতর স্বপ্ন,তার ভিতর স্বপ্ন,তার ভেতর আরেকটা স্বপ্ন।কিন্তু সমস্যা তখনিই শুরু হই যখন প্রথম ধাপে তাদের স্বপ্নটা অন্য কেউ কোন্ট্রোল করা শুরু করে।এখন দেখার বিষয় তারা কি পারবে কাজটা শেষ করে ওখান থেকে বের হতে?? আর লাস্ট টুইস্টা এমন ছিল যে অনেকের বুঝার বাইরে যা আপনাকে স্বপ্ন ও রিয়েলিটির মধ্যে কনফিউজ করে ফেলবে।😫
0 মন্তব্যসমূহ