MOVIE REVIEW - BARELLY KI BARFI । মুভি রিভিউ - বারেলি কী বারফি।

Movie: Barelly ki barfi
Genres: Comedy,Romance
Cast: Kriti Sanon,Rajkumar Rao,Ayushmann Khurrana
IMDb: 7.5/10
Personal rating: 8/10
"বারেলিকে বারফি'তে" বিট্রি মিস্রা একটা স্বাধীন মেয়ে।সে যায় চায় সবকিছু করতে পারে।ব্রেক ডান্স,সিগারেট খাওয়া, রাতে ইংলিশ মুভি দেখা, ছেলেদের মতন আচরন করা সবকিছুই বিট্রির মধ্যে ছিলো।বিট্রির জন্য অনেক জায়গা থেকে সম্বন্ধ আসলেও সবাই না করে চলে যায় তার আচরনের উপর নির্ভর করে।যা নিয়ে বিট্রির মা খুবই চিন্তিত।হঠাত একদিন বিট্রি "বারেলি কি বারফি" নামক একটি উপন্যাসে তার মতো হুবহু প্রতিফলনের একজন ব্যক্তিকে দেখতে পায়।তারপর বিট্রি সেই লেখকের খুজ শুরু করে।এখান থেকেই আসল গল্প শুরু।উপন্যাসের লেখক হলেন চিরাগ।বিট্রি আসল লেখকের খুজে আর এদিকে চিরাগ বিট্রির প্রেমে পড়ে যান যেখানে তার লেখা উপন্যাসের হুবহু হলো বিট্রি।কিন্তু তিনি প্রীতম বিদ্রোহীর নাম দিয়ে উপন্যাসটি রচনা করেন।কিন্তু এখানে চিরাগ কিভাবে এবং কেনোই বা প্রিতম বিদ্রোহীকে ব্যবহার করেন এটাই হলো প্রশ্ন😐।
অভিনয় নিয়ে বলবো, কৃতির অভিনয় যথেষ্ট ভালো ছিলো।একদম অন্য রকমের একটা "টমবয়" ক্যারেক্টার।আয়ুস্মান এবং রাজকুমারের অভিনয় নিয়ে আলাদা কিছু বলবনা।আয়ুস্মানের কিছু অসাধারন ডায়লগ ডেলিভারি দেখতে পাবেন।রাজকুমারের একটা চরিত্রে দু'ধরনের অভিনয় যা আপনাকে মুগ্ধ করবে❤।আর পাশাপাশি এখানে বিট্রির বাবার রোল প্লে করছেন পংকজ ত্রিপাতি উনার অভিনয় ও অসাধারন ছিলো।
কতবার দেখা হয়েছে হিসেব করিনি।আমার কাছে অনেক ভালো লেগেছে।সিনেমার প্লটটা খুব ভালো ছিলো, আমাদের বর্তমান জেনারেশনের সামাজিক পরিবেশের বাস্তবতা খানিকটা তুলে ধরা হয়েছে।অবশেষে বলবো গল্পের কাহিনী আপনাকে মনোমুগ্ধর করবে।যারা দেখে ফেলেছেন তারা আবার দেখুন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখার অনুরোধ রইলো,উপভোগ করবেন👌।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ