- Adventure,Road
- IMDB: 8.1
🔸প্রিয় ট্রাভেল মুভি: "জিন্দেগী না মিলে দোবারা"🔸
ভারতে বিভিন্ন ধরনের মুভি হয়, বেশিরভাগই হয়ে থাকে হই হল্লা ধরণের এন্টারটেইনমুলক ছবি, তবে এর মাঝেও প্রতি বছরই বেশ কিছু ভাল মুভি বলিউড থেকে তৈরি হয় যেগুলো সময়ের কাঁটাছেড়া পার হয়ে অনেক দিন দর্শকের মনে ছাপ রেখে যায়।
"জিন্দেগী না মিলেগি দোবারা" ঠিক এরকম একটি মুভি, যেটা আপনার মনে দাগ কাটবে এবং আমরা এটা নিয়ে আজ লিখছি কারণ একই সাথে এটাকে একটা ট্রাভেল মুভিও বলা যায়। ট্রাভেল মুভি মানে কি শুধু মুভিতে ট্রাভেল দেখানো? কেউ কেউ হয়ত তাই বলবেন। কিন্তু আমি মনে করি ট্রাভেল মুভি হল সেই মুভিগুলো, যেগুলো দেখার পরে একজন মানুষের মনে ইচ্ছা করবে ভ্রমণে নিজেকে ডুবিয়ে দিতে। তার মাঝে ইচ্ছা করবে নিত্য নতুন দেশী-বিদেশী মানুষের সাথে বন্ধুত্ব করতে, নতুন সব জায়গায় যেতে, নতুন সব অভিজ্ঞতা নিতে।
গল্পটা তিন বন্ধুর। যারা এক কালে একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিল যে তাদের মাঝে একজন বিয়ে করার আগে তারা একটা ব্যাচেলর ট্যুর দেবে। অবশেষে তিন বন্ধু দীর্ঘ দিনের বিরতির পরে একসাথে বের হল স্পেন ঘুরতে।
হৃতিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ এই চারজন মুখ্য চরিত্রে অভিনয়ে করে অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে নিয়ে গেছেন মুভিটাকে। ভ্রমণ, নতুন সব মানুষ আর নতুন সব অভিজ্ঞতা এবং বহুদিন জমে থাকা অনেক কিছুই বের হয়ে আসতে থাকে ধীরে ধীরে। অতিথি অভিনেতা হিসেবে ছোট্ট একটা চরিত্রে এসেছেন লেজেন্ডারী অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
হালকা মজা দিয়ে যে মুভিটার শুরু, শেষটা হয় তার একদম ভিন্নভাবে, আপনার মন টানবেই।
পার্সোনাল রেটিং- ৭.৫/১০
২০১১ সালে মুক্তি পাওয়া এই মুভিটা পরিচালনা করেছেন জয়া আখতার, মুভিটার আইএমডিবি রেটিং ৮.১। তবে এটা অবশ্য বলতেই হয় যে মুভিটা ভাল হলেও ৮.১ রেটিং পাবার মত হয়ত নয়। তবে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার মানুষজন কোন মুভি ভাল লাগলে সেটাকে আকাশে তুলে ফেলতে বেশি সময় নেয় না। হয়ত তারই প্রতিফলন এই আইএমডিবি রেটিং। এছাড়াও টপ রেটেড ইন্ডিয়ান মুভির তালিকায় এর অবস্থান ৫৫ এবং একই সাথে মুভিটা ১৯টি মুভি এওয়ার্ড পেয়েছে এবং আরও ১৬টিতে নমিনেশন পেয়েছে।
0 মন্তব্যসমূহ