মুভি নামঃমালাং,
জনরাঃথ্রিলার,রোমাঞ্চ,
অভিনয়ঃ অনিল কাপুর,আদিত্য রয় কাপুর
দিশা,
হালকা স্পয়লার,
মুভির শুরুতে দেখানো হয় আদিত্য জেল হাজতের মধ্যে ভয়ংকর ভাবে গুন্ডাদের কে ডলা দিচ্ছে,
কেনো দিচ্ছে কি করণে দিচ্ছে সেটা মুভি শেষ হওয়া পরও আমি বুঝিনি,
তো শুরুর এই সিনের মাধ্যমের আপনি একটা ধারনা পেয়েগেছেন যে আগে কি হতে যাচ্ছে।
যাই হোক মুভির মূল বিষয় হলো কোনাল একজন নাপূরুষ,
তার বাবা তার মাকে প্রতিদিন নেশাগ্রস্ত অবস্থায় মারত আর সেই মাইরের ফ্রাস্টেশন তার মা এসে তার উপর ঝাড়ত,
বলত সব পুরুষ একি ধরনের,
এই কথাটা তাকে এতটা প্রভাবিত করছে যে তার দুই পায়ের ফাকের মাঝে এর প্রভাব পড়ে যায় যার ফলে সে নামর্দ হয়ে যায়।
ও ভাই মারো মুঝে মারো😩😩
এই পর্যন্ত দেখে মুভি পজ করলাম,
পাশে একটা ভাতিজা বসে গেম খেলছিল অরে ধরে ইচ্ছামত থাপড়াইলাম,
মুহিত সুরির ফ্রাস্টেশন অর উপর ঝাড়লাম,
যদিও ভাবি এসে আমাকে ইচ্ছামত গালাগালি করলেন অবশ্য আমার মুখ দিয়েও ইংরেজি F অক্ষর দিয়ে একটা বিশ্রি গালি আসছিল সেটা ভাবির হাতের ঝাড়ু দেখে ভিতরে চলে গেলো।
যাই হোক এর পর কোনো ভাবে দিশা এটা জেনে যায় আর দিশা যাতে কারো কাছে কিছু বলতে না পারে সেই জন্য তাকে মেরে ফেলা হয়।
কিন্তু শেষ দেখা যায় সে জীবিত এবং কোনাল কে সেই মেরে ফেলে।
মুভি দেখে মাথা পোরা আউলাই গেছিলো,
তারপর দিশার রোল কি ছিলো কেনো ছিলো মুভিতে আমি জানিনা হয়ত ২০-৩০ বার দেখে ফেললে বুঝে যাবো।
তো আপনি যদি লজিজ বিহীন উরাধুড়া মারামারি দেখতে পছন্দ করেন তাহলে মুভিটি আপনার জন্য মাস্টওয়াচ।
পার্সোনাল রেটিংঃ৫/১০
0 মন্তব্যসমূহ