Les Misérables (2019)

Movie: Les Misérables (2019)
Genre:Drama,Crime,Thriller.
Language: French
IMDB: 7.6/10
মুভির কাহিনি মূলত আবর্তিত হয়েছে ২০১৮ এর ফুটবল বিশ্বকাপের ফাইনলের পর। ওই সময় ফ্রান্সের শহরের বিভিন্ন ধর্ম,বর্ন মানুষের এবং সংস্কৃতি চিত্র দেখানো হয়েছে সুন্দর ভাবে। ওই শহরে পুলিশের চাকরিতে বদলি হয়ে আসে "রুইজ" নামের এক অফিসার। সে যোগ দেয় তার ইউনিটের দুই সহকর্মীর সাথে। যারা ক্ষমতার বলে এলকার সবাই বিরক্ত করে।অকারনে মেয়েদের সাথে খারাপ আচরন করে।কিন্তু "রুইজের" এইসব পছন্দ না।আসল বিপত্তি বাধে ওই শহরের সার্কাস থেকে একটা সিংহের বাচ্চা হারিয়ে গেলে। সার্কাসের লোকজন সন্ধেহ বশত তারা বিভিন্ন জায়গায় ডাঙ্গা-হাঙ্গা করতে থাকে। এর ভিতর সেইখানে হাজির হয় পুলিশ। তারা সেই সিংহের বাচ্চা খুজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।এই বাচ্চা চুরি করে শিশু গ্যাং এর একটা ছেলে। শিশু গ্যাং কতটা ভয়ানক হতে পারে আমরা বিভিন্ন মুভিতে দেখেছি।বাচ্চা খুজতে গেলে শুরু হয় একের পর এক ঝামেলা।
মুভিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক ইন্ডিকেট করেছে। যা দুই এক লাইন রিভিউ লিখে বোঝানে সম্ভাব না।পুলিশের গাড়িতে করে যখন শহরের বিভিন্ন জায়গা এবং কর্মকান্ড দেখানো হয়েছে দর্শকে সেই জায়গায় নিয়ে যায়।মুভিতে ভায়োলেন্স, হট্টগোল,গালিগালাজ এমন ভাবে দেখানো হয়েছে যা দর্শকে সুন্দর ভাবে মুভিটার ভিতরে এঙ্গেইজ করে রাখে। মনে হবে আপনি সেখানে স্বয়ং আছেন।
মুভির পরিচালক এন্ডিংটা এমন ভাবে করেছেন।যেইখানেই মুভিটির নাম করনের সার্থকতা। ফ্রান্স Portrait Of a lady on fire কে সরিয়ে অস্কারের জন্যে এই মুভিটিকে মনোনীত করেছিলো।
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ