Release Year : 2019
Language : Tamil
Imdb : 8.6/10
P.R : 9/10
এটা এমন এক মুভি, যেটা আপনার অবশ্যই দেখা উচিত। অনেক দিন পর আবার একটা দারুণ সাউথ মুভি দেখলাম। গতানুগতিক কাহিনীগুলোর থেকে এই মুভির কাহিনীটি একটু আলাদা। নেই কোনো থ্রিল, নেই কোনো ইয়াং নায়ক, নেই কোনো নায়িকা, নেই কোনো রোম্যান্স, পিউর ড্রামা মুভি - যেই মুভির হিরো একজন বৃদ্ধ লোক। ভাবতেই একটু অন্যরকম লাগছে না? সাপোর্টিং রোল একজন শিশু। এই মুভিতে একজন বৃদ্ধের শেষ বয়সে কিছু ইচ্ছাপূরণের গল্প বলা হয়েছে। তার ইচ্ছাগুলো পূরণ করার পেছনে বাচ্চাটার অবদান কতটুকু, তা মুভি দেখেই তারপর বিবেচনা কইরেন।
প্লট- (স্পয়লার এলার্ট)
তামিল নাড়ুর কারুপট্টি গ্রামে এক ধরনের রীতি প্রচলিত ছিল। যখন বৃদ্ধ ব্যক্তিরা পরিবারের জন্য বোঝা হয়ে যায় তখন সন্তানেরা তাদের এক বিশেষ উপায়ে মৃত্যুর নিকট পৌঁছে দেয়। সেরকমই এক গল্প নিয়ে মুভিটি। বৃদ্ধ কারুপ্পু যখন তার ছেলেদের থেকে জানতে পারল সম্পত্তির লোভে এই একইভাবে তার সাথেও করা হবে তখনই সে ঘর থেকে বেরিয়ে পড়ল নতুন এক জীবনের জন্য। ঘটনাক্রমে এক বাচ্চা ছেলের সাথে দেখা, প্রথমে খুনসুটি আর ধীরে ধীরে হয়ে ওঠা এক বিরাট বন্ধুত্বের গল্প। নাগাবিশালের সাথে সাথে বৃদ্ধ রামাস্বামীর পাল্লা দিয়ে অভিনয় করাটা আপনাকে মুগ্ধ করে দিবে।
মুভিটি দেখে আপনি এক অসীম মুগ্ধতায় হারিয়ে যাবেন৷ এর গঠনশৈলী, বিজিএম সবই দৃষ্টিনন্দন। মুভিটির জন্য পরিচালিকা মধুমিতা ও কিশোর নাগাবিশাল বিভিন্ন এওয়ার্ড লাভ করছেন।
আচ্ছা, এখন আমার দায়িত্ব হচ্ছে এই মুভিতে যেহেতু কোনো ইয়াং নায়ক বা নায়িকা নেই, সেহেতু মুভিটা দেখানোর জন্য আপনাকে কিছু জিভে জল আনা তথ্য দেয়া উচিত। কেন এই মুভিটি আমার এত ভালো লেগেছে সেটার কারণ জানতে নিচের পয়েন্টগুলো পড়ুন।
১. বৃদ্ধ একদিন আমরাও হবো। বৃদ্ধ হলেও নিজেকে তরুণই ভাবা উচিত। নিজের মনের বয়স যদি ষোলো থাকে, তাহলে আপনি বৃদ্ধ বয়সেও জীবনটাকে জমপেশভাবে উপভোগ করতে পারবেন। এই থিমটি মুভির একটা পয়েন্ট।
২. বুড়ো নায়ক সাহেব হলেন বিরিয়ানিখোর। তার বিরিয়ানি খাওয়া দেখলে আপনার জিভে জল আসবে, গ্যারান্টি দিচ্ছি। তাই, বিরিয়ানি খেতে খেতে মুভিটা দেইখেন। ফিলিং পাবেন।
৩. আপনার কাছে আহামরি কিছু না থাকলেও আপনি সুখী মানুষ। সুখী মানুষ হতে আপনার একটা সুখী মনই যথেষ্ট। এইটা মুভির আরেকটা পয়েন্ট।
৪. মুভিতে পিচ্চিটার অভিনয় দেখলে আপনি থ খেয়ে যাবেন।
৫. বুড়ো লোকটার কান্ডকারখানা দেখলেও আপনি অবাক হবেন। বিশেষ করে বিরিয়ানি খাওয়াটা দেখলে তো বললামই কী হবে। 😂
৬. বুড়ো লোকের কিন্তু গার্লফ্রেন্ড আছে। সেই যুবককালের গার্লফ্রেন্ড। যুগের খপ্পড়ে পড়ে সেই গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। হিরো মশাই যখন বাড়ি থেকে পালিয়ে আসেন তখন তিনি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যান।
৭. মুভিতে কমেডি ফিল পাবেন। আর লাস্টে ইমোশনাল।
আচ্ছা, এবার আপনি বলুন। এই দারুণ মুভিটি কি আপনার মিস করা উচিত? এরকম মুভিকে প্রমোট করার জন্য আপনিও মুভিটি দেখার পর বিরিয়ানি খেতে খেতে রিভিউ লিখবেন আশা করি।
0 মন্তব্যসমূহ